extension tube হলো এমন একটি tube যা ক্যামেরা বডি এবং লেন্স এর মধ্যে লাগানো হয় কাছের object কে ফোকাস করে close-up অথবা macro ছবি তোলার জন্য।
Extension tube কে অনেকে Extension ring নামেও চিনেন।
Extension tube এ কোন অপটিক্যাল এলিমেন্ট থাকেনা।
কোন ধরনের ফটোগ্রাফির জন্য Extension tube দরকার হয়?
মূলত যারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন তাদের জন্য extension tube দরকার হয়।
Extension tube এর জন্য কি বিশেষ কোন লেন্স এর প্রয়োজন?
না, আপনি যে কোন লেন্স এর সাথেই এটি ব্যাবহার করতে পারবেন।
আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করবো তা হলো এক্সটেনশন টিউব ব্যবহার করে একটি জুম লেন্স কে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক।
আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো
ক্যামেরা বডিঃ Nikon D7100
লেন্সঃ Nikkor AF-S 55-200mm VR
এবং 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব।
আমরা জানি যে nikon 55-200mm এর সবচেয়ে কাছের ফোকাস ডিসট্যান্স হলো ৩.৫ ফুট। তারমানে এই লেন্স দিয়ে ৩.৫ ফুটের কাছের কোন সাবজেক্ট কে ফোকাস করা যায়না।
প্রথমে আমি ৩.৫ ফুট ডিসট্যান্স এ একটা ছবি নিচ্ছি।
nikon 55-200mm
এখন আমরা যা করবো তা হলো এই লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কতটুকু কমানো যায়।
nikon 55-200mm with 12mm extension tube
আমরা ৫৫-২০০ জুম লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগানোর পর মিনিমাম ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কমে ৬ ইঞ্চি হয়ে গেলো। সুতরাং আমরা 55-200mm এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগালে ৬ ইঞ্চি দূরের সাবজেক্ট কে ফোকাস করে ছবি তুলতে পারি।
এখন আমরা 20mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো মিনিমাম ফোকাস ডিসট্যান্স কতটুকু কমে।
nikon 55-200mm with 20mm extension tube
20mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ৪ ইঞ্চি।
তো এখন আমরা 36mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে এর মাধ্যমে ফোকাস ডিসট্যান্স আরো কতটুকু কমে। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm extension tube
55-200mm লেন্স এর সাথে 36mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ২ ইঞ্চি।
এখন আমরা যা করবো তা হলো 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব একসাথে লাগিয়ে দেখবো যে জুম লেন্স কে এই ৩টার মাধ্যমে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা সম্ভব। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm, 20mm, 12mm extension tube
তিনটা এক্সটেনশন টিউব একসাথে ব্যাবহার করার পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ১ ইঞ্চিরও কম।
পরিশেষে আমরা যা বুঝলাম তা হলো, আমরা এক্সটেনশন টিউব ব্যাবহার করে একটা জুম লেন্স কে খুব সুন্দরভাবে ম্যাক্রো লেন্স এ পরিণত করতে পারছি।
আজ এ পর্যন্তই, টিউটোরিয়ালটি কেমন লাগলো জানাবেন।
ফেসবুকে আমি - http://facebook.com/carzon.click
ফ্লিকার - https://www.flickr.com/photos/carzon/
এই টিউটোরিয়ালটির ভিডিও ভার্শন দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
Tamron AF 70-300mm F/4-5.6 Di LD MACRO 1:2 Lens Review
টেকনিক্যাল ইনফো (Technical information)
Tamron AF 70-300mm F/4-5.6 Di LD MACRO 1:2
*** মাউন্ট (Mount): Nikon F (FX) ( আমি Nikon দিয়ে ব্যবহার করছি ) *** ফোকাল লেংথ রেঞ্জ (Focal length range): 70-300mm *** জুম অনুপাত (Zoom Ratio): 4.3x *** সর্বোচ্চ অ্যাপারচার (Max Aperture): f/4 *** নূন্যতম অ্যাপারচার (Min Aperture): f/32 *** ধরণ (Format): 35mm FF *** লেন্স এর উপাদান (Lens Elements): 15 *** লেন্স গ্রুপ (lens group): 11 *** উপযুক্ত ফরম্যাট (Compatible format): DX FX in DX Crop Mode *** VR (Vibration Reduction) Image Stabilization: yes *** AF-S (Silent Wave Motor): yes *** Autofocus: yes *** Internal Focusing: Yes *** Minimum Focus Distance: 3.6ft *** Focus Mode: Auto/manual *** G-type: yes *** Filter size: 52mm *** ওজনঃ ৩৩৫গ্রাম এখন আমি আমার অভিজ্ঞতায় সুবিধা অসুবিধা তুলে ধরছি। যারা নতুন DSLR কিনছেন ভাব দেখানোর ধান্দায় তাদের জন্য এটা ব্যাপক tongue emoticon কারন আমার আপলোড করা ছবিটি দেখেই বুঝেছেন লেন্স টা অনেক লম্বা আর 62mm ফিল্টার সাইজ মানে মোটা তাজাও যথেষ্ট। *** যারা আমার মত ম্যাক্রো ফটোগ্রাফি করছেন এবং কমপক্ষে 55-200mm জুম লেন্স দিয়ে মানসম্মত ম্যাক্রো সট নিয়ে হাত পাকিয়েছেন তাদের জন্য এই লেন্স। *** মিনিমাম ৩.১ ফুট দূরের সাবজেক্ট ফোকাস হয়, এর কম দূরত্বের হবে না। ( Nikon 55-200mm কমপক্ষে ৩.৬ ফুট ) *** বিল্ট ইন অটোফোকাস মোটর আছে ঠিকই কিন্তু অটোফোকাস অনেক স্লো এবং ফোকাস মোটর এর শব্দ একটূ বেশী। *** যেহেতু এই লেন্স এ Image stabilization অথবা VR mode নেই তাই বেশীরভাগই সাটার স্পীড বেশী ব্যবহার করে ছবি তুলতে হয়। তা না হলে হাত কাপার জন্য ছবি ব্লার হয়ে যাবে। *** এই লেন্স দিয়ে আপনি ৩.১ ফুট থেকে ৫০ ফুট পর্যন্ত দুরত্ব মাপতে পারবেন। ফোকাস রিং এ দুরত্বের তথ্য দেয়া আছে। *** আর এই লেন্স এর ফোকাস সিস্টেম হলো Extending front মানে যত কাছে ফোকাস করবেন লেন্স লম্বা হবে আর দূরে ফোকাস করলে লেন্স খাটো হবে। ( fOcal length 55 থেকে 200mm নিলে লেন্স যেমন লম্বা হয় এটা তেমন ফোকাসের সময়ও লম্বা হয়।) *** আর Tamron 70-300mm এবং Sigma 70-300mm নিয়ে দোটানায় পরেন তাদের কে বলছি এই ২ টা লেন্স এর মধ্যে পার্থক্য ১ টাই তা হলো Tamron থেকে Sigma'র শার্পনেস অনেক ভালো। ১১০০০ টাকায় Telephoto zoom lens হিসেবে এটা খারাপ না, তবে এই লেন্স টা প্রফেশনাল ম্যাক্রো ফটোগ্রাফির জন্য। শখের অথবা নতুন ছবিওয়ালাদের এটা না নেয়াটাই ভালো।
অরিজিনাল নিকন ১৮-৫৫ কিট লেন্স (AF-S 18-55/3.5-5.6 G VR kit lens - Made in Thailand) চেনার উপায়
যারা Nikon এর 18-55mm vr kit lens ব্যবহার করেন, তারা এখনি চেক করে নিতে পারেন যে আপনার লেন্স টি Genuine কি না।
AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand)
১- ২০১২ থেকে ২০১৫ এর মাঝে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 50267914 থেকে 55027711 এর ভিতরে। আমারটা ৫৪২****৮ :p
*** - নভেম্বর ২০০৭ থেকে ২০১৫ এর মাঝে USA থেকে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 16000140 থেকে 20427699 এর ভিতরে।
২ - লেন্স টি খুলুন। এখন দেখুন তো লেন্স মাউন্ট এ কয়টি স্ক্রু আছে? সেখানে ৩ টা ক্রস হেড স্ক্রু থাকবে ( cross-head screws )।
18-55 kit lens mount 3+ cross-head screws
বিঃ দ্রঃ নিক্কর এর সব 18-55mm kit lens এ ৩ টা ক্রস হেড স্ক্রু থাকে।
এরকম আরো তথ্য এবং ফটোগ্রাফি টিউটোরিয়াল পেতে আমার পেজ Carzon Photography World পেজ টি ভিজিট করতে পারেন।
নিকন এর অন্য কোন লেন্স সম্পর্কে জানতে চাইলে কমেন্ট এ জানান। ধন্যবাদ সবাইকে।