অরিজিনাল নিকন ১৮-৫৫ কিট লেন্স (AF-S 18-55/3.5-5.6 G VR kit lens - Made in Thailand) চেনার উপায়
যারা Nikon এর 18-55mm vr kit lens ব্যবহার করেন, তারা এখনি চেক করে নিতে পারেন যে আপনার লেন্স টি Genuine কি না।
![]() |
AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) |
১- ২০১২ থেকে ২০১৫ এর মাঝে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 50267914 থেকে 55027711 এর ভিতরে। আমারটা ৫৪২****৮ :p
*** - নভেম্বর ২০০৭ থেকে ২০১৫ এর মাঝে USA থেকে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 16000140 থেকে 20427699 এর ভিতরে।
২ - লেন্স টি খুলুন। এখন দেখুন তো লেন্স মাউন্ট এ কয়টি স্ক্রু আছে? সেখানে ৩ টা ক্রস হেড স্ক্রু থাকবে ( cross-head screws )।
![]() |
18-55 kit lens mount 3+ cross-head screws |
বিঃ দ্রঃ নিক্কর এর সব 18-55mm kit lens এ ৩ টা ক্রস হেড স্ক্রু থাকে।
এরকম আরো তথ্য এবং ফটোগ্রাফি টিউটোরিয়াল পেতে আমার পেজ Carzon Photography World পেজ টি ভিজিট করতে পারেন।
নিকন এর অন্য কোন লেন্স সম্পর্কে জানতে চাইলে কমেন্ট এ জানান। ধন্যবাদ সবাইকে।
0 comments:
Post a Comment