Friday, February 27, 2015

How to Identify Genuine AF-S 18-55mm vr kit lens

অরিজিনাল নিকন ১৮-৫৫ কিট লেন্স (AF-S 18-55/3.5-5.6 G VR kit lens - Made in Thailand) চেনার উপায়


যারা Nikon এর 18-55mm vr kit lens ব্যবহার করেন, তারা এখনি চেক করে নিতে পারেন যে আপনার লেন্স টি Genuine কি না।
AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand)


১- ২০১২ থেকে ২০১৫ এর মাঝে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 50267914 থেকে 55027711 এর ভিতরে। আমারটা ৫৪২****৮ :p

  *** - নভেম্বর ২০০৭ থেকে ২০১৫ এর মাঝে USA থেকে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 16000140 থেকে 20427699 এর ভিতরে।

২ - লেন্স টি খুলুন। এখন দেখুন তো লেন্স মাউন্ট এ কয়টি স্ক্রু আছে? সেখানে ৩ টা ক্রস হেড স্ক্রু থাকবে ( cross-head screws )।
18-55 kit lens mount 3+ cross-head screws

বিঃ দ্রঃ নিক্কর এর সব 18-55mm kit lens এ ৩ টা ক্রস হেড স্ক্রু থাকে।

এরকম আরো তথ্য এবং ফটোগ্রাফি টিউটোরিয়াল পেতে আমার পেজ Carzon Photography World পেজ টি ভিজিট করতে পারেন।


নিকন এর অন্য কোন লেন্স সম্পর্কে জানতে চাইলে কমেন্ট এ জানান। ধন্যবাদ সবাইকে।


Related Posts:

  • How to use extension tube (photo tutorial) Extension tube দিয়ে কিভাবে ছবি তুলবেন এবং কেমন ছবি পাবেন? Extension tube আজ আমি আপনাদের সাথে ৪ টা ছবি শেয়ার করবো যা দেখে বুঝতে পারবেন Extension tube দিয়ে কিভাবে ছবি তুলতে হয় এবং কেমন ছবি পাওয়া যায়। *** প্রথম ছবিটি হলো … Read More
  • How to Identify Genuine AF-S 18-55mm vr kit lens অরিজিনাল নিকন ১৮-৫৫ কিট লেন্স (AF-S 18-55/3.5-5.6 G VR kit lens - Made in Thailand) চেনার উপায় যারা Nikon এর 18-55mm vr kit lens ব্যবহার করেন, তারা এখনি চেক করে নিতে পারেন যে আপনার লেন্স টি Genuine কি না। AF-S 18-55/3.5-… Read More
  • My Photography Gear (Update 10th march 2015) Nikon D5200 with AF-S DX NIKKOR 18-55mm f/3.5-5.6G VR kit আসসালামু আলাইকুম। আজ আমি আমার ফটোগ্রাফি'র সরঞ্জাম এর বিবরণ দিবো। আসুন তাহলে দেখে নেই আমার ফটোগ্রাফি'র #Gear গুলো। ১। ক্যামেরা (বডি)- নিকন ডি৫২০০ ।  N… Read More
  • What is extension tube Extension tube কি? extension tube হলো এমন একটি tube যা ক্যামেরা বডি এবং লেন্স এর মধ্যে লাগানো হয় কাছের object কে ফোকাস করে close-up অথবা macro ছবি তোলার জন্য। Extension tube কে অনেকে Extension ring নামেও চিনেন। Ex… Read More
  • How to use extension tube with zoom lens and Macro result আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করবো তা হলো এক্সটেনশন টিউব ব্যবহার করে একটি জুম লেন্স কে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক। আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো ক্যামেরা বডিঃ Nik… Read More

0 comments:

Post a Comment