Friday, March 18, 2016

ফটোগ্রাফি কত প্রকার ও কি কি?

আজ আমরা আলোচনা করবো ফটোগ্রাফি'র প্রকারভেদ নিয়ে।
ফটোগ্রাফি জগতের সবচেয়ে কঠিন প্রশ্ন হলো ফটোগ্রাফি কত প্রকার???
আমি নিজেই সবসময় কনফিউজ থাকি এই বিষয় নিয়ে। 


বর্তমান সময়ে এর কোন সঠিক উত্তর নেই। প্রকারভেদ নিয়ে একেকজনের একেকরকম মতবাদ। 
ফটোগ্রাফি প্রথম যখন মানব হৃদয়ে একটা কলা (শিল্প) হিসেবে স্থান পেলো তখন ফটোগ্রাফি ছিলো ২ প্রকার।

১। পোর্ট্রেট (Portrait)
২। ল্যান্ডস্কেপ (Landscape)

বিঃ দ্রঃ প্রথম দিকে এগুলো কে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ নামেই ডাকা হতো কিনা তা নিয়ে আমার মনে সংশয় আছে।


এরপর আস্তে আস্তে প্রযুক্তি'র উন্নতি হলো এবং ছবি তোলার যন্ত্রও দিনকে দিন উন্নত হতে লাগলো। এর ফলে প্রথমদিকে যেসব ছবি তোলার কথা কল্পনাও করা যেতোনা সেসব ছবি তোলা পানির মত সহজ হয়ে গেলো। যাই হোক অল্প একটু ফটোগ্রাফির ইতিহাস কপচিয়ে ফেললাম।
বর্তমানে ফটোগ্রাফিকে ৬ টি বেসিক ক্যাটাগরি তে ভাগ করা হয়। সেগুলো হলোঃ- 

১। ল্যান্ডস্কেপ - Landscape

Simple Landscape by OntorDrishti
ল্যান্ডস্কেপ এর মূল উপাদান হলো প্রকৃতির বিশাল অবস্থা। যেমন পাহাড়, নদী, সমুদ্র, আকাশ ইত্যাদি এসব হলো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির মুল সাবজেক্ট। 

২। পোর্ট্রেট

Portrait capture by Ontordrishti
পোর্ট্রেট ফটোগ্রাফি'র সাবজেক্ট হলো মানুষের মুখ। পোর্ট্রেট ফটোগ্রাফিতে যে শুধুমাত্র একজন মানুষই থাকবে তা কিন্ত নয়। একাধিক মানুষও থাকতে পারে একটা পোর্ট্রেট ক্লিক এ।


৩। ওয়াইল্ড লাইফ

WildLife Photography
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সম্পর্কে নতুন ফটোগ্রাফাররা অনেকেই একটা ভুল ধারনা করে এমনকি আমি নিজেও করেছিলাম। অনেকেই ভাবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি মানে জন্তু জানোয়ার এর ছবি তোলা, ব্যস এটুকুই। আসলেই কি তাই??? মোটেও না।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি মানে কোন এক প্রজাতি বন্য প্রাণীর উপর একটা ডকুমেন্টারি তৈরী করা যেমন তাদের আচরণ, খাদ্যাভাস, জীবন ব্যাবস্থা ইত্যাদি। একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এর শুধু ফটোগ্রাফি জানলেই হয় না, তাদের বন্য পরিবেশ এ টিকে থাকাও শিখতে হয়।


৪। একশন/স্পোর্টস

Sports Photography
একশন/স্পোর্টস ফটোগ্রাফির মুল সাবজেক্ট হলো গতিময় বস্তু। একশন/স্পোর্টস ফটোগ্রাফিতে ফাস্ট সাটার ব্যাবহার করা হয়।
(আসলে এই ক্যটাগরি নিয়ে বলার তেমন কিছুই নেই, নামেই পরিচয় :) ।) 

৫। ম্যাক্রো - Macro 

Carzon Photography
ম্যাক্রো ফটোগ্রাফি হলো খুব কাছ থেকে ডিটেইল এর ছবি নেয়া। এখানে যেই ম্যাক্রো ফটোগ্রাফিটা দিয়েছি সেটি ভালো করে লক্ষ করুন। যে পাতাটা দেখছেন এটা হলো একদম চিকন ঘাস। এর মধ্যের শিশিরবিন্দু গুলো ক্যামেরা দিয়ে দেখার আগে আলাদা করে বুঝি নাই। 


৬। স্ট্রীট ফটোগ্রাফি - Street Photography

Street Photography by Carzon Photography
স্ট্রীট ফটোগ্রাফির মূল সাবজেক্ট হলো নগর পরিবেশ (Urban environment)।    
তাদের সামনে প্রায়শই হঠাত মানব সমাজের বিভিন্ন ঘটনা ঘটে এবং সেইসব দৈনন্দিন পথে ঘাটে ঘটে যাওয়া ঘটনাগুলোই স্ট্রীট ফটোগ্রাফির ফ্রেম।


অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এগুলো ছাড়াও তো আরো অনেক রকম ফটোগ্রাফি আছে!!! 
জ্বী আরো অসংখ্য রকমের ফটোগ্রাফি আছে, সেগুলোর বেশীরভাগই এই ৬ টা ক্যাটাগরির সাব ক্যাটাগরি। অবশ্য এর বাইরেও কিছু আছে। সেগুলো নিয়ে অন্য কোনদিন আলোচনা করবো।

আজ এটুকুই থাক।

আপনাদের জন্য প্রশ্নঃ-
বিশ্বের প্রথম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফটি যিনি তুলেছেন তার নাম কি এবং কত সালে তুলেছিলেন?

উত্তর দেয়ার নিয়মঃ
কমেন্ট করে উত্তর দিতে পারেন অথবা ফেসবুক পেজ এ গিয়ে উত্তর দিতে পারেন। পেজ এড্রেস নিচে দিয়ে দেয়া হবে।

অন্তর্দৃষ্টি ফেসবুক পেজ ভিজিট করতে এখানে ক্লিক করুন

অন্তর্দৃষ্টি'র এন্ড্রয়েড এপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


0 comments:

Post a Comment