Tuesday, January 26, 2016

What is Photography - Lesson 1



ফটোগ্রাফি কি???
আসলেই তো ফটোগ্রাফি কি??? যদি বলি ছবি তোলা মানে ফটোগ্রাফি :p ... উত্তর টা কেমন লাগলো? সত্যি কথা বললে এটা স্বীকার করতে হয় যে আমাদের দেশের ফটোগ্রাফি'র জগতে এমন উত্তর দেয়ার মত ফটোগ্রাফার এর জন্মই বেশী হচ্ছে। এমনটা কেনো হচ্ছে??? এই প্রশ্নের উত্তর বা এই বিষয় নিয়ে অন্য কোনদিন আলোচনা করবো।



বই পুস্তক এর ভাষায় ফটোগ্রাফি কি ঃ-
যেকোন একটা দৃশ্য হতে যেই আলো আসছে, সেটাকে কোন ভাবে ধরে ফেলে একটা পর্দায় প্রতিফলিত করা। দুই: সেই প্রতিফলিত দৃশ্যকে স্থায়ীভাবে একটা মাধ্যমে ধারন করা।

আমি সহজ ভাষায় যা বুঝিঃ-
আমি একটা দৃশ্য যেই এঙ্গেল থেকে দেখি সেই দৃশ্যটাকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে সবাই কে দেখানোর জন্য প্রযুক্তির কল্যানে ফ্রেমে বন্দী করাই হলো ফটোগ্রাফি।

অন্যভাবেও বলা যায়ঃ-
ফটোগ্রাফি হলো ড্রয়িং, পেইন্টিং এর মত একটা শিল্প। একজন ফটোগ্রাফার তার ক্যামেরা ব্যবহার করে আমাদের দৈনন্দিন এই জীবন ও পৃথিবী কে দেখায় একটা সম্পূর্ন অন্য এঙ্গেল থেকে, আমাদের মাঝে আবেগ তৈরী করে এবং ইতিহাস সংরক্ষন করে।

2 comments: