Tuesday, January 26, 2016

What is Photography - Lesson 1



ফটোগ্রাফি কি???
আসলেই তো ফটোগ্রাফি কি??? যদি বলি ছবি তোলা মানে ফটোগ্রাফি :p ... উত্তর টা কেমন লাগলো? সত্যি কথা বললে এটা স্বীকার করতে হয় যে আমাদের দেশের ফটোগ্রাফি'র জগতে এমন উত্তর দেয়ার মত ফটোগ্রাফার এর জন্মই বেশী হচ্ছে। এমনটা কেনো হচ্ছে??? এই প্রশ্নের উত্তর বা এই বিষয় নিয়ে অন্য কোনদিন আলোচনা করবো।



বই পুস্তক এর ভাষায় ফটোগ্রাফি কি ঃ-
যেকোন একটা দৃশ্য হতে যেই আলো আসছে, সেটাকে কোন ভাবে ধরে ফেলে একটা পর্দায় প্রতিফলিত করা। দুই: সেই প্রতিফলিত দৃশ্যকে স্থায়ীভাবে একটা মাধ্যমে ধারন করা।

আমি সহজ ভাষায় যা বুঝিঃ-
আমি একটা দৃশ্য যেই এঙ্গেল থেকে দেখি সেই দৃশ্যটাকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে সবাই কে দেখানোর জন্য প্রযুক্তির কল্যানে ফ্রেমে বন্দী করাই হলো ফটোগ্রাফি।

অন্যভাবেও বলা যায়ঃ-
ফটোগ্রাফি হলো ড্রয়িং, পেইন্টিং এর মত একটা শিল্প। একজন ফটোগ্রাফার তার ক্যামেরা ব্যবহার করে আমাদের দৈনন্দিন এই জীবন ও পৃথিবী কে দেখায় একটা সম্পূর্ন অন্য এঙ্গেল থেকে, আমাদের মাঝে আবেগ তৈরী করে এবং ইতিহাস সংরক্ষন করে।

Related Posts:

  • What is extension tube Extension tube কি? extension tube হলো এমন একটি tube যা ক্যামেরা বডি এবং লেন্স এর মধ্যে লাগানো হয় কাছের object কে ফোকাস করে close-up অথবা macro ছবি তোলার জন্য। Extension tube কে অনেকে Extension ring নামেও চিনেন। Ex… Read More
  • Low Light Photography Experiment - Beginning Photography Tutorial Low Light Photography Experiment Low light photography experiment with Nikon D5200 and 18-55mm vr kit lens Instrument: 1. Camera Body (ex Nikon D5200 ) Lens ( ex 18--55VR kit or 50mm prime lens ) … Read More
  • What is the difference of Compact, Mid-size and Full frame size DSLR What is  the difference of Compact, Mid-size and Full frame size DSLR There are basically three different sized DSLRs. I'll use Nikon as an example.  All SLR cameras must have a mirror and a reflex viewfinder. *… Read More
  • How to use extension tube (photo tutorial) Extension tube দিয়ে কিভাবে ছবি তুলবেন এবং কেমন ছবি পাবেন? Extension tube আজ আমি আপনাদের সাথে ৪ টা ছবি শেয়ার করবো যা দেখে বুঝতে পারবেন Extension tube দিয়ে কিভাবে ছবি তুলতে হয় এবং কেমন ছবি পাওয়া যায়। *** প্রথম ছবিটি হলো … Read More
  • How to use extension tube with zoom lens and Macro result আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করবো তা হলো এক্সটেনশন টিউব ব্যবহার করে একটি জুম লেন্স কে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক। আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো ক্যামেরা বডিঃ Nik… Read More

2 comments: