Get Adobe Photoshop Lightroom for mobile
Adobe lightroom এর কথা তো কম বেশী সবাই জানে। ছবি এডিটিং এর জন্য Adobe এই লাইটরুম তৈরী করে এবং বাজারজাত করে।
তবে আমরা যারা বাংলাদেশী আছি তাদের অনেকের কাছেই একটা জিনিস অজানা, আর তা হলো এই লাইটরুম এর কিন্তু মোবাইল ভার্শন আছে। তবে আমাদের বাংলাদেশীদের জন্য এটা এখনো উন্মুক্ত না। এন্ড্রয়েড এর প্লে স্টোর এ বাংলাদেশ থেকে সার্চ দিয়ে কিছুই পাবেন না।
প্লে স্টোর এ এপটি পেতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
তবে এখন থেকে আমরাও ব্যাবহার করতে পারবো এই এপ টি।
এর জন্য শুধু এপটি ডাউনলোড করতে হবে। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
এখন শুধু ইন্সটল করুন আর নিয়ে নিন লাইটরুম মোবাইল এর মজা।
0 comments:
Post a Comment