Extension tube দিয়ে কিভাবে ছবি তুলবেন এবং কেমন ছবি পাবেন?
![]() |
| Extension tube |
*** প্রথম ছবিটি হলো ল্যাপটপ এর DVD ROM এর ব্লু রে লেন্স। চলুন প্রথমে দেখে নেই ছবিটি কিভাবে তুলেছি।
![]() |
| How to use extension tube |
এখন চলুন দেখে নেই কি ধরনের ছবি পেয়েছি।
![]() |
| Blue ray lens macro |
*** এখন যে ছবিটি শেয়ার করবো তা হলো ল্যাপটপ এর একটা র্যাম এর ম্যাক্রো। চলুন প্রথমে দেখে নেই র্যাম এর কোন অংশের ছবি তুলেছি।
| Ram |
লাল দাগ দেয়া অংশটির ছবি Extension tube দিয়ে তুলেছি। আসুন দেখে নেই Extension tube দিয়ে তোলা ছবিটি।
![]() |
| Ram (Macro) |
আশা করি Extension tube সম্পর্কে সম্পুর্ন ধারনা পেয়েছেন এই টিউটোরিয়াল থেকে।
ফেসবুক পেজঃ http://facebook.com/carzon.click
Extension tube নিয়ে আমাদের বাংলায় ভিডিও টিউটোরিয়াল




0 comments:
Post a Comment