Wednesday, October 7, 2015

How to use extension tube with zoom lens and Macro result

আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করবো তা হলো এক্সটেনশন টিউব ব্যবহার করে একটি জুম লেন্স কে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক।
আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো

ক্যামেরা বডিঃ Nikon D7100
লেন্সঃ Nikkor AF-S 55-200mm VR
এবং 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব।
আমরা জানি যে nikon 55-200mm এর সবচেয়ে কাছের ফোকাস ডিসট্যান্স হলো ৩.৫ ফুট। তারমানে এই লেন্স দিয়ে ৩.৫ ফুটের কাছের কোন সাবজেক্ট কে ফোকাস করা যায়না।
প্রথমে আমি ৩.৫ ফুট ডিসট্যান্স এ একটা ছবি নিচ্ছি।
nikon 55-200mm


এখন আমরা যা করবো তা হলো এই লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কতটুকু কমানো যায়।
nikon 55-200mm with 12mm extension tube


আমরা ৫৫-২০০ জুম লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগানোর পর মিনিমাম ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কমে ৬ ইঞ্চি হয়ে গেলো। সুতরাং আমরা 55-200mm এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগালে ৬ ইঞ্চি দূরের সাবজেক্ট কে ফোকাস করে ছবি তুলতে পারি।

এখন আমরা 20mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো মিনিমাম ফোকাস ডিসট্যান্স কতটুকু কমে।
nikon 55-200mm with 20mm extension tube


20mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ৪ ইঞ্চি।

তো এখন আমরা 36mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে এর মাধ্যমে ফোকাস ডিসট্যান্স আরো কতটুকু কমে। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm extension tube 


55-200mm লেন্স এর সাথে 36mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ২ ইঞ্চি।

এখন আমরা যা করবো তা হলো 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব একসাথে লাগিয়ে দেখবো যে জুম লেন্স কে এই ৩টার মাধ্যমে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা সম্ভব। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm, 20mm, 12mm extension tube


তিনটা এক্সটেনশন টিউব একসাথে ব্যাবহার করার পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ১ ইঞ্চিরও কম।

পরিশেষে আমরা যা বুঝলাম তা হলো, আমরা এক্সটেনশন টিউব ব্যাবহার করে একটা জুম লেন্স কে খুব সুন্দরভাবে ম্যাক্রো লেন্স এ পরিণত করতে পারছি।
আজ এ পর্যন্তই, টিউটোরিয়ালটি কেমন লাগলো জানাবেন।
ফেসবুকে আমি - http://facebook.com/carzon.click
ফ্লিকার - https://www.flickr.com/photos/carzon/
এই টিউটোরিয়ালটির ভিডিও ভার্শন দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

Related Posts:

  • Low Light Photography Experiment - Beginning Photography Tutorial Low Light Photography Experiment Low light photography experiment with Nikon D5200 and 18-55mm vr kit lens Instrument: 1. Camera Body (ex Nikon D5200 ) Lens ( ex 18--55VR kit or 50mm prime lens ) … Read More
  • LightRoom 5.7.1 serial key LightRoom 5.7.1 serial key 100% working LightRoom 5.7.1 serial key  drive.google.com/file/d/0B6yBfu1xLq-cMlVNeVBzcWxOeXM/view?usp=sharing … Read More
  • How to use extension tube with zoom lens and Macro result আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করবো তা হলো এক্সটেনশন টিউব ব্যবহার করে একটি জুম লেন্স কে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক। আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো ক্যামেরা বডিঃ Nik… Read More
  • Aperture, Exposure, ISO chart - Beginning Photography Tutorial Aperture, Exposure, ISO chart - Beginning Photography Tutorial A great chart for understanding how Aperture, ISO, Exposure work. Aperture: f/1.4 only subject perfectly focus and background smartly BLUR  >… Read More
  • What is the meaning of Bokeh Bokeh শব্দের অর্থ কি? Bokeh ফটোগ্রাফির কথা সবাই শুনেছেন। কিন্তু জানেন কি এই Bokeh শব্দ টার মানে কি? Bokeh শব্দ টা জাপানি শব্দ ( ボケ), এর ইংরেজী অর্থ হলো "Blur" অথবা "Haze", এবং বাংলা অর্থ হলো "অস্পষ্ট"। আমরা অনেকেই আসলে Bok… Read More

0 comments:

Post a Comment