আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করবো তা হলো এক্সটেনশন টিউব ব্যবহার করে একটি জুম লেন্স কে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক।
আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো
ক্যামেরা বডিঃ Nikon D7100
লেন্সঃ Nikkor AF-S 55-200mm VR
এবং 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব।
আমরা জানি যে nikon 55-200mm এর সবচেয়ে কাছের ফোকাস ডিসট্যান্স হলো ৩.৫ ফুট। তারমানে এই লেন্স দিয়ে ৩.৫ ফুটের কাছের কোন সাবজেক্ট কে ফোকাস করা যায়না।
প্রথমে আমি ৩.৫ ফুট ডিসট্যান্স এ একটা ছবি নিচ্ছি।
এখন আমরা যা করবো তা হলো এই লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কতটুকু কমানো যায়।
আমরা ৫৫-২০০ জুম লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগানোর পর মিনিমাম ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কমে ৬ ইঞ্চি হয়ে গেলো। সুতরাং আমরা 55-200mm এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগালে ৬ ইঞ্চি দূরের সাবজেক্ট কে ফোকাস করে ছবি তুলতে পারি।
এখন আমরা 20mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো মিনিমাম ফোকাস ডিসট্যান্স কতটুকু কমে।
20mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ৪ ইঞ্চি।
তো এখন আমরা 36mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে এর মাধ্যমে ফোকাস ডিসট্যান্স আরো কতটুকু কমে। তাহলে চলুন দেখে নেয়া যাক।
55-200mm লেন্স এর সাথে 36mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ২ ইঞ্চি।
এখন আমরা যা করবো তা হলো 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব একসাথে লাগিয়ে দেখবো যে জুম লেন্স কে এই ৩টার মাধ্যমে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা সম্ভব। তাহলে চলুন দেখে নেয়া যাক।
তিনটা এক্সটেনশন টিউব একসাথে ব্যাবহার করার পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ১ ইঞ্চিরও কম।
পরিশেষে আমরা যা বুঝলাম তা হলো, আমরা এক্সটেনশন টিউব ব্যাবহার করে একটা জুম লেন্স কে খুব সুন্দরভাবে ম্যাক্রো লেন্স এ পরিণত করতে পারছি।
আজ এ পর্যন্তই, টিউটোরিয়ালটি কেমন লাগলো জানাবেন।
ফেসবুকে আমি - http://facebook.com/carzon.click
ফ্লিকার - https://www.flickr.com/photos/carzon/
এই টিউটোরিয়ালটির ভিডিও ভার্শন দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো
ক্যামেরা বডিঃ Nikon D7100
লেন্সঃ Nikkor AF-S 55-200mm VR
এবং 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব।
আমরা জানি যে nikon 55-200mm এর সবচেয়ে কাছের ফোকাস ডিসট্যান্স হলো ৩.৫ ফুট। তারমানে এই লেন্স দিয়ে ৩.৫ ফুটের কাছের কোন সাবজেক্ট কে ফোকাস করা যায়না।
প্রথমে আমি ৩.৫ ফুট ডিসট্যান্স এ একটা ছবি নিচ্ছি।
nikon 55-200mm |
এখন আমরা যা করবো তা হলো এই লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কতটুকু কমানো যায়।
nikon 55-200mm with 12mm extension tube |
আমরা ৫৫-২০০ জুম লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগানোর পর মিনিমাম ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কমে ৬ ইঞ্চি হয়ে গেলো। সুতরাং আমরা 55-200mm এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগালে ৬ ইঞ্চি দূরের সাবজেক্ট কে ফোকাস করে ছবি তুলতে পারি।
এখন আমরা 20mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো মিনিমাম ফোকাস ডিসট্যান্স কতটুকু কমে।
nikon 55-200mm with 20mm extension tube |
20mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ৪ ইঞ্চি।
তো এখন আমরা 36mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে এর মাধ্যমে ফোকাস ডিসট্যান্স আরো কতটুকু কমে। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm extension tube |
55-200mm লেন্স এর সাথে 36mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ২ ইঞ্চি।
এখন আমরা যা করবো তা হলো 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব একসাথে লাগিয়ে দেখবো যে জুম লেন্স কে এই ৩টার মাধ্যমে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা সম্ভব। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm, 20mm, 12mm extension tube |
তিনটা এক্সটেনশন টিউব একসাথে ব্যাবহার করার পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ১ ইঞ্চিরও কম।
পরিশেষে আমরা যা বুঝলাম তা হলো, আমরা এক্সটেনশন টিউব ব্যাবহার করে একটা জুম লেন্স কে খুব সুন্দরভাবে ম্যাক্রো লেন্স এ পরিণত করতে পারছি।
আজ এ পর্যন্তই, টিউটোরিয়ালটি কেমন লাগলো জানাবেন।
ফেসবুকে আমি - http://facebook.com/carzon.click
ফ্লিকার - https://www.flickr.com/photos/carzon/
এই টিউটোরিয়ালটির ভিডিও ভার্শন দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
0 comments:
Post a Comment