Showing posts with label Accessories. Show all posts
Showing posts with label Accessories. Show all posts

Saturday, October 17, 2015

How to use extension tube (photo tutorial)

Extension tube দিয়ে কিভাবে ছবি তুলবেন এবং কেমন ছবি পাবেন?

Extension tube

আজ আমি আপনাদের সাথে ৪ টা ছবি শেয়ার করবো যা দেখে বুঝতে পারবেন Extension tube দিয়ে কিভাবে ছবি তুলতে হয় এবং কেমন ছবি পাওয়া যায়।
*** প্রথম ছবিটি হলো ল্যাপটপ এর DVD ROM এর ব্লু রে লেন্স। চলুন প্রথমে দেখে নেই ছবিটি কিভাবে তুলেছি।
How to use extension tube

এখন চলুন দেখে নেই কি ধরনের ছবি পেয়েছি।
Blue ray lens macro

*** এখন যে ছবিটি শেয়ার করবো তা হলো ল্যাপটপ এর একটা র‍্যাম এর ম্যাক্রো। চলুন প্রথমে দেখে নেই র‍্যাম এর কোন অংশের ছবি তুলেছি।
Ram

লাল দাগ দেয়া অংশটির ছবি Extension tube দিয়ে তুলেছি। আসুন দেখে নেই Extension tube দিয়ে তোলা ছবিটি।
Ram (Macro)

আশা করি Extension tube সম্পর্কে সম্পুর্ন ধারনা পেয়েছেন এই টিউটোরিয়াল থেকে।
ফেসবুক পেজঃ http://facebook.com/carzon.click
Extension tube নিয়ে আমাদের বাংলায় ভিডিও টিউটোরিয়াল


Wednesday, October 7, 2015

What is extension tube

Extension tube কি?




extension tube হলো এমন একটি tube যা ক্যামেরা বডি এবং লেন্স এর মধ্যে লাগানো হয় কাছের object কে ফোকাস করে close-up অথবা macro ছবি তোলার জন্য।
Extension tube কে অনেকে Extension ring নামেও চিনেন।
Extension tube এ কোন অপটিক্যাল এলিমেন্ট থাকেনা।


কোন ধরনের ফটোগ্রাফির জন্য Extension tube দরকার হয়?
মূলত যারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন তাদের জন্য extension tube দরকার হয়।


Extension tube এর জন্য কি বিশেষ কোন লেন্স এর প্রয়োজন?
না, আপনি যে কোন লেন্স এর সাথেই এটি ব্যাবহার করতে পারবেন।


How to use extension tube with zoom lens and Macro result

আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করবো তা হলো এক্সটেনশন টিউব ব্যবহার করে একটি জুম লেন্স কে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক।
আমরা এই টিউটোরিয়াল এর জন্য যা যা ব্যবহার করবো তা হলো

ক্যামেরা বডিঃ Nikon D7100
লেন্সঃ Nikkor AF-S 55-200mm VR
এবং 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব।
আমরা জানি যে nikon 55-200mm এর সবচেয়ে কাছের ফোকাস ডিসট্যান্স হলো ৩.৫ ফুট। তারমানে এই লেন্স দিয়ে ৩.৫ ফুটের কাছের কোন সাবজেক্ট কে ফোকাস করা যায়না।
প্রথমে আমি ৩.৫ ফুট ডিসট্যান্স এ একটা ছবি নিচ্ছি।
nikon 55-200mm


এখন আমরা যা করবো তা হলো এই লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কতটুকু কমানো যায়।
nikon 55-200mm with 12mm extension tube


আমরা ৫৫-২০০ জুম লেন্স এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগানোর পর মিনিমাম ফোকাস ডিসট্যান্স ৩.৫ ফুট থেকে কমে ৬ ইঞ্চি হয়ে গেলো। সুতরাং আমরা 55-200mm এর সাথে 12mm এক্সটেনশন টিউব লাগালে ৬ ইঞ্চি দূরের সাবজেক্ট কে ফোকাস করে ছবি তুলতে পারি।

এখন আমরা 20mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো মিনিমাম ফোকাস ডিসট্যান্স কতটুকু কমে।
nikon 55-200mm with 20mm extension tube


20mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ৪ ইঞ্চি।

তো এখন আমরা 36mm এক্সটেনশন টিউব লাগিয়ে দেখবো যে এর মাধ্যমে ফোকাস ডিসট্যান্স আরো কতটুকু কমে। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm extension tube 


55-200mm লেন্স এর সাথে 36mm এক্সটেনশন টিউব লাগানোর পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ২ ইঞ্চি।

এখন আমরা যা করবো তা হলো 36mm, 20mm ও 12mm এক্সটেনশন টিউব একসাথে লাগিয়ে দেখবো যে জুম লেন্স কে এই ৩টার মাধ্যমে কতটুকু ম্যাক্রো লেন্স এ পরিণত করা সম্ভব। তাহলে চলুন দেখে নেয়া যাক।
nikon 55-200mm with 36mm, 20mm, 12mm extension tube


তিনটা এক্সটেনশন টিউব একসাথে ব্যাবহার করার পর আমরা মিনিমাম ফোকাস ডিসট্যান্স পেলাম ১ ইঞ্চিরও কম।

পরিশেষে আমরা যা বুঝলাম তা হলো, আমরা এক্সটেনশন টিউব ব্যাবহার করে একটা জুম লেন্স কে খুব সুন্দরভাবে ম্যাক্রো লেন্স এ পরিণত করতে পারছি।
আজ এ পর্যন্তই, টিউটোরিয়ালটি কেমন লাগলো জানাবেন।
ফেসবুকে আমি - http://facebook.com/carzon.click
ফ্লিকার - https://www.flickr.com/photos/carzon/
এই টিউটোরিয়ালটির ভিডিও ভার্শন দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

Friday, February 27, 2015

How to Identify Genuine AF-S 18-55mm vr kit lens

অরিজিনাল নিকন ১৮-৫৫ কিট লেন্স (AF-S 18-55/3.5-5.6 G VR kit lens - Made in Thailand) চেনার উপায়


যারা Nikon এর 18-55mm vr kit lens ব্যবহার করেন, তারা এখনি চেক করে নিতে পারেন যে আপনার লেন্স টি Genuine কি না।
AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand)


১- ২০১২ থেকে ২০১৫ এর মাঝে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 50267914 থেকে 55027711 এর ভিতরে। আমারটা ৫৪২****৮ :p

  *** - নভেম্বর ২০০৭ থেকে ২০১৫ এর মাঝে USA থেকে যারা AF-S 18-55/3.5-5.6 G VR kit lens (Made in Thailand) কিনেছেন, তাদের সিরিয়াল নাম্বার হবে 16000140 থেকে 20427699 এর ভিতরে।

২ - লেন্স টি খুলুন। এখন দেখুন তো লেন্স মাউন্ট এ কয়টি স্ক্রু আছে? সেখানে ৩ টা ক্রস হেড স্ক্রু থাকবে ( cross-head screws )।
18-55 kit lens mount 3+ cross-head screws

বিঃ দ্রঃ নিক্কর এর সব 18-55mm kit lens এ ৩ টা ক্রস হেড স্ক্রু থাকে।

এরকম আরো তথ্য এবং ফটোগ্রাফি টিউটোরিয়াল পেতে আমার পেজ Carzon Photography World পেজ টি ভিজিট করতে পারেন।


নিকন এর অন্য কোন লেন্স সম্পর্কে জানতে চাইলে কমেন্ট এ জানান। ধন্যবাদ সবাইকে।


Sunday, February 1, 2015

My Photography Gear (Update 10th march 2015)

Nikon D5200 with AF-S DX NIKKOR 18-55mm f/3.5-5.6G VR kit

আসসালামু আলাইকুম।
আজ আমি আমার ফটোগ্রাফি'র সরঞ্জাম এর বিবরণ দিবো। আসুন তাহলে দেখে নেই আমার ফটোগ্রাফি'র #Gear গুলো।

১। ক্যামেরা (বডি)- নিকন ডি৫২০০ । 

Nikon D5200


২। লেন্সঃ
*** এ এফ-এস ডিএক্স নিক্কর ১৮-৫৫এমএম এফ/৩.৫-৫.৬জি ভি আর ।

AF-S DX NIKKOR 18-55mm f/3.5-5.6G VR



*** এ এফ-এস ডিএক্স ভিআর জুম নিক্কর ৫৫-২০০এমএম এফ/৪-৫.৬জি আইএফ-ইডি।

AF-S DX VR Zoom Nikkor 55-200mm f/4-5.6G IF-ED



৩। ট্রাইপড (Tripod): ডিজিপড টি আর ৫৬৪ । DIGIPOD TR564
Digipod TR564
৪। ইউ ভি ফিল্টার (UV Filter): Griffin ultra slim mc u.v filter (52mm)
৫। আই-আর রিমোট (IR Remote): IR Remote for Nikon
IR Remote (Carzon photography world)
৬। হুড (Hood): Hood HB-37
HB-37 (Carzon photography world)
৭। অতিরিক্ত ব্যাটারি (Extra battery): Nikon EN-EL14
Nikon EN-EL14 (Carzon photography world)